মানসম্মত শিক্ষা

নৈতিকতা ও দেশপ্রেম

শৃঙ্খলা ও উন্নয়ন

ফরিদপুর মুসলিম মিশন কলেজ

FARIDPUR MUSLIM MISSION COLLEGE

   INSTITUTE CODE: 5135 EIIN: 108800

Roghunandanpur,Komorpur,Faridpur
Email: fmmceducation@gmail.com | Mobile: 01716479866
Web: http://fmmc.edu.bd/
User profile picture

মো: সোহরাব হোসেন

, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সভাপতি ফরিদপুর মুসলিম মিশন কলেজ

User profile picture

আব্দুল্লাহ আল মামুন

অধ্যক্ষ, ফরিদপুর মুসলিম মিশন কলেজ , email: abdullah.009mamun@gmail.com , Cell: 01716479866

আমাদের অর্জন
User profile picture

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,

User profile picture

ড. শেখ আব্দুর রশীদ

সিনিয়র সচিব , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,,

User profile picture

বিষ্ণু পদ ঘোষাল

জেলা শিক্ষা অফিসার ,মোবাইল নং : ০১৭১২৬১৯৭০৪ ফোন (অফিস) : ০৬৩১৬২৬৭৭ ই-মেইল : faridpurdeo2008@yahoo.com বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ০৯ জুন ২০২২,

User profile picture

মোহাম্মদ ইকবাল হাসান

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোবাইল নং : ০১৭১১১৮৬৯৯২ ফোন (অফিস) : ০২৪৭৮৮০৯৪২৩ ই-মেইল : useofsadar2013@gmail.com বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ০১ নভেম্বর ২০২৩

  অফিস আদেশ | All - Click
ALL
  বর্তমান কর্মচারী (কারিগরি শাখা)
প্রতিষ্ঠাতার বানী

প্রতিষ্ঠাতার বানী

সময়োপযোগী ও আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ফরিদপুর মুসলিম

মিশন কলেজ একটি উজ্জল দৃষ্টান্ত । মানসম্পন্ন শিক্ষাদান ও সুশৃঙ্খল পরিবেশের

নিশ্চয়তা প্রদানের মধ্য দিয়ে প্রত্যাশিত ফলাফল অর্জনই এ কলেজের একমাত্র

ব্রত। প্রায় দুই দশক ধরে অসামান্য প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনের পাশাপাশি এ

কলেজ বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের

মেধা ও মনন বিকাশে গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ।

শিক্ষার উদ্দেশ্য হলো আলোকিত মানুষ গড়া ৷ রাজনীতি ও ধূমপানমুক্ত

পরিবেশে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ফরিদপুর মুসলিম মিশন কলেজ সবার

কাছে অনুকরণীয় । একটি দক্ষ ও বিচক্ষণ পরিচালনা পরিষদের নিবিড়

তত্বাবধানে একদল দক্ষ কর্মানুরাগী শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের

কর্মনিষ্ঠায় কলেজটি আজকের এ পর্যায়ে এসেছে। প্রতিবছর উল্লেখযোগ্য

সংখ্যক এ বিদ্যাপীঠ থেকে পাস করে উচ্চ শিক্ষা শেষে কর্মক্ষেত্রে ঝাপিয়ে

পড়ছে এবং নিজেদেরকে দেশসেবায় নিয়োজিত করছে।

কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মেধা-মননের উৎকৃষ্টতায়

আশা করি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও শিক্ষা সম্পূরক কর্মকান্ডের অনুশীলন

উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং কলেজের উত্তরোত্তর উন্নয়ন ঘটবে ।

সংশিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন ।

 

(মো: শহিদুল হাসান )

       প্রতিষ্ঠাতা 

ফরিদপুর মুসলিম মিশন কলেজ

প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বানী

প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বানী

বিগত আশির দশকে এ অঞ্চলে মিশনারী তৎপরতা ব্যাপকভাবে প্রসার লাভ
করে। এ সকল মিশনারী কর্তৃপক্ষ সমাজের ছিন্নমূল মানুষ এবং এদের এতিম,
অনাথ ও ছিন্নমূল শিশুদের পুনর্বাসনের ছদ্মবরণে ধর্মান্তরিত করার প্রয়াস পায় ।
বিষয়টিকে কার্যকর প্রাতিষ্ঠানিক সেবার মাধ্যমে মোকাবেলা করার লক্ষ্যে ১৯৮১
সালের ১৫ জানুয়ারি স্থানীয় জনগণ ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠা করেন ।
কয়েক বছরের মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে ১৯৮৪ সালের ৭ ডিসেম্বর
ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা চালু করা হয়। বর্তমানে এ এতিমখানায় প্রায়
ছয় শতাধিক এতিম বালক ও দুইশত এতিম বালিকা রয়েছে। সরকারের
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ছয়তলা বিশিষ্ট ২টি পৃথক ডরমিটরী নির্মিত
হয়েছে । নিবাসীদের জন্য ১টি দাখিল মাদ্রাসা, ১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,
১টি হেলথ্‌ সেন্টার প্রতিষ্ঠা ও চালু করা হয়েছে। এ অঞ্চলে উচ্চ মাধ্যমিক
স্তরের একটি আদর্শ কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০২ সালে মিশন চত্বরে
ফরিদপুর মুসলিম মিশন কলেজ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে জাতীয় ও
আন্তর্জাতিক প্রেক্ষাপটে একজন শিক্ষার্থীর গুণগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে
প্রচলিত শিক্ষার পাশাপাশি ইংরেজি, বিজ্ঞান ও আইসিটির উপর বিশেষ গুরুত্ব
আরোপ করা হয়। এছাড়া মুসলিম ছাত্রদের জন্য আরবি ভাষার বুনিয়াদ
নির্মাণের প্রতিও বিশেষ যত্ন নেয়া হয় । উচ্চতর পর্যায়ে একজন শিক্ষার্থী যাতে
নিজেকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পাঠাভ্যাস গড়ে
তুলতে পারে সেজন্য একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলা হচ্ছে। গোটা
পরিবেশটিকেই ধূমপান ও রাজনীতিমুক্ত করা আমাদের প্রাথমিক মূলনীতি ।
শিক্ষার্থীদের মানোন্নয়নে এ প্রসপেক্টাস ও একাডেমিক প্ল্যান প্রণয়নের জন্য
আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।

 

(অধ্যাপক মুহাম্মাদ আবদুস সামাদ)
           প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

ফরিদপুর মুসলিম মিশন কলেজ

 

অধ্যক্ষের স্বাগত বাণী

অধ্যক্ষের স্বাগত বাণী ২০০২ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার উদ্দেশ্য আলোকিত মানুষ তথা সুনাগরিক তৈরী করা।

২০০২ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার উদ্দেশ্য আলোকিত মানুষ তথা সুনাগরিক তৈরী করা। এর জন্য চাই সুশিক্ষা, আর সুশিক্ষার জন্য প্রয়োজন সুশিক্ষক। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এ কলেজে শিক্ষার্থীদেরকে আধুনিক, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নৈতিক শিক্ষার আলোকে পাঠদান করার জন্য রয়েছে একদল প্রানবন্ত, উদ্বিপ্ত সুশিক্ষক। এ কলেজের প্রধান লক্ষ্য বিশ্বায়ন ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তাত্ত্বিক শিক্ষাকে বাস্তবতার সাথে সমন্বয় করে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলা। সে জন্য এ কলেজে অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও কোর্স প্ল্যান অনুযায়ী সিমেস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এখানে নিয়মিত কুইজটেস্ট, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট ও সিমেস্টার পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে প্রস্তুত করা হয়। কলেজটি সম্পূর্ণ ডিজিটালাইজড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের প্রচেষ্টার পাশাপাশি সম্মানিত অভিভাবকগণ তাদের পুত্র/কন্যার লেখাপড়ার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন আশাকরি। আধুনিক, নৈতিক ও প্রকৃত শিক্ষাদানের আলোকে সুশিক্ষিত ও সুনাগরিক গড়ার লক্ষ্যে আপনার সন্তানকে ফরিদপুর মুসলিম মিশন কলেজে ভর্তি করুন। ফরিদপুর মুসলিম মিশন কলেজে আছে দক্ষ পরিচালনা পরিষদ, একদল নিবেদিত প্রাণ ও কর্মচঞ্চল আদর্শ শিক্ষক, আন্তরিক ও কর্মঠ কর্মচারীবৃন্দ। শিক্ষার্থীরা তাদের আন্তরিক সহযোগিতা ও সংস্পর্শে সামগ্রিক বিকাশের মাধ্যমে সুশিক্ষিত ও স্বশিক্ষিত হয়। আমি বিশ্বাস করি যে কোন মহৎ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, মহৎ উদ্দেশ্য, স্বচ্ছতা, চারিত্রিক দৃঢ়তা, ইস্পাত কঠিন কর্মপ্রচেষ্টা, দৃঢ় মনোবল, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং সৎ ও নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে দুঃস্থ, অসহায়, দারিদ্র্যপীড়িত, অসচেতন পরিবারের সন্তান হলেও দক্ষ ও আন্তরিক প্রশাসক ও শিক্ষকমন্ডলী, শিক্ষার অনুকূল আবাসিক ব্যবস্থাপনা, যথাযথ মনিটরিং, উপযুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ থাকায় এ কলেজের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য প্রদর্শন করে আসছে। ২০১১ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সকল কলেজের মধ্যে এ কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে সোহেল রানা মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে। ভবিষ্যতে সাফল্যের উচ্চ শিখরে আরোহনের নিমিত্তে এ কলেজের সকলেই একটি টিম হিসেবে একটি সুচিন্তিত, গতিশীল ও উন্নয়নমূলক বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ। আমি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত, সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

( আব্দুল্লাহ আল মামুন )

           অধ্যক্ষ 

ফরিদপুর মুসলিম মিশন কলেজ

  English Language Club Video
  সাম্প্রতিক ইভেন্টসমূহ     <<< সকল ইভেন্টের তালিকা দেখুন >>>

ফরিদপুর জেলা রোভার মেট ওয়ার্কশপ ও প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠান।

বিস্তারিত দেখুন

২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষ প্রিতী ফুটবল ম্যাচ আয়োজন

বিস্তারিত দেখুন

ফরিদপুর মুসলিম মিশন কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান।

বিস্তারিত দেখুন

একাদশ শ্রেনীতে ভর্তির কার্যক্রম-2023

বিস্তারিত দেখুন

শীতবস্র বিতরণ 2023

বিস্তারিত দেখুন

ম্যাপে আমাদের অবস্থান
premium bootstrap themes
 Latest Uploaded Photos
  CONTACT US
ALL
  অন্যান্য লিঙ্ক

Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD